কুড়িগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান দুই সার ব‍্যাবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট: আগস্ট ২৯, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির অপরাধে বাজার তদারকি অভিযানে দুইজন সার ব‍্যাবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে চিলমারী উপজেলার নতুন জোড়গাছ বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে এসব জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুরে চিলমারী উপজেলার নতুন জোড়গাছ বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে পরিচালিত হয়। এসময় অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির অপরাধে নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী মোঃ জাহেদুল ইসলামের ম্যানেজার মোঃ নুর আলমকে ও একই অপরাধে একই বাজারের ত্বহা ট্রেডার্স এর মালিক মোঃ গওসুল আজমকে যথাক্রমে ২০ হাজার করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আরশাদ আলী এবং চিলমারী থানা পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
####
২৮/০৮/২২