কুড়িগ্রামে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: অক্টোবর ৫, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যে রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাররফ হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। মৃত মোশাররফ সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার এলাকার আক্কাস আলীর পুত্র এবং সোনাহাট ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

স্হানীয়রা জানায়, মঙ্গলবার (০৪ অক্টোবর ) রাত বারোটার দিকে সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে মোশারফসহ দুই বন্ধু একই মোটর সাইকেলে ভূরুঙ্গামারী সদরে আসছিলো। তারা ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মোশারফ, শরিফুল ও মাইদুল গুরুত্বর আহত হয়। পরে স্হানীয়রা ঘটনাটি দেখে তারা এগিয়ে এসে মুমুর্ষূ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার (০৫ অক্টোবর) সকালে মোশাররফ হোসেনের মৃত্যু হয়। অপর ২ জন সেখানেই চিকিৎসাধীন আছে।
বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
##
০৫.১০.২০২২