কুড়িগ্রামে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

আপডেট: আগস্ট ৮, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এসময় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
রবিবার (৮ আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জিলুফাসুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক শাহনাজ পারভীন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানালাল বকসী প্রমুখ।
এসময় জেলার হতদরিদ্র ও অসহায় ৬৩ জন মহিলাকে সেলাই মেশিন ও ৩০ জন মহিলাকে নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়।
এছাড়াও সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে মাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ দলীয় নেতাকর্মীরা।
পরে জেলা কৃষক লীগের উদ্যোগে কলেজ মোর এলাকায় বৃক্ষ রোপণ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করা হয়।
###
আমিনুর রহমান বাবূ