কুড়িগ্রামে ১১১ বোতল বাংলা মদ উদ্ধার, আটক-২

আপডেট: জুন ১০, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জেলা শহরের পৌরসভার কালীবাড়ী এলাকার “আমরা কজনা” পূজা মণ্ডপের সামনে থাকা একটি টিনের ঘরের ভেতর থেকে ১১১ বোতল বাংলা মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, পুরাতন হাসপাতাল পাড়া রিভার ভিউ মোড় এলাকার মৃত শংকর লাল সরকারের ছেলে রাজীব সরকার অপু (৩৯) ও হলোখানা ইউনিয়নের খলিফার মোড় এলাকার মোহাম্মদ আকবর আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
বুধবার (৯ জুন) সন্ধ্যায় পৌর শহরস্থ কালীবাড়ী এলাকা থেকে তাদের অাটক করা হয়।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার। ওসি জানান, বুধবার সন্ধ্যায় সদর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার কালীবাড়ী এলাকায় অবস্থিত “আমরা কজনা” পূজা মণ্ডপের সামনে থাকা সরকারি জায়গায় মাদক কারবারি অপু’র নির্মিত পশ্চিম দুয়ারী একচালা টিনের ঘরের ভেতরে থাকা ১১১ বোতক বাংলা মদ সহ মাদক কারবারি অপু ও আমিনুলকে আটক করা হয়। আটককৃত আসামীদের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
####/
আমিনুর রহমান বাবু