কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ফোরাম সম্মেলন মঙ্গলবার শুরু

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২১
0

কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর আইনজীবী সমিতিতে ফোরামের সম্মেলন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন।

স্ব স্ব সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হইবে। ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে সম্মেলনে বিকাল ৩টায় প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বৃহস্পতিবার দিনাজপুরের সম্মেলনে বিকেল ৪টায় প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য রাখবেন ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে সম্মেলন সমূহে বক্তব্য রাখবেন ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রংপুর বিভাগীয় অঞ্চলের সমন্বয়ক এড. আবেদ রাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফোরামের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এড. মোঃ আব্দুল্লাহ আল-মাহবুবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কুড়িগ্রাম ঠাকুরগাঁওয়ে সভাপতিত্ব করবেন ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য প্রধান নির্বাচন কমিনার এড. এএইচএম আব্দুল ওয়াহাব সজীব। পঞ্চগড়ে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সদস্য, প্রধান নির্বাচন কমিশনার এড. মোঃ জিল্লুর রহমান, দিনাজপুর ইউনিটে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রধান নির্বাচন কমিশনার এড. গোলাম রসুল বকুল।

ইতোমধ্যে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে আইনজীবী নেতৃবৃন্দরা নির্বাচনে অংশগ্রহণ করছেন।

প্রার্থীদের পরস্পরের মধ্যে সমঝোতা না হলে নির্বাচনের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হবে এবং তাঁরা যথাশীঘ্র সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। স্থানীয় নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন।