কুড়িগ্রাম সীমান্তে আবারও সরকারী জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটক

আপডেট: মার্চ ৩১, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় আবারও সরকারি জন্ম নিয়ন্ত্রণ সুখী ট্যাবলেট আটক করেছে বিজিবি।
বুধবার রাতে কচাকাটার ধনীরামপুর সীমান্তে নৌপথে ডিঙ্গি নৌকায় করে ভারতে পাচারের সময় এসব ট্যাবলেট আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকারও বেশি।
পরিবহনকারী নৌকাটিকেও আটক করে বিজিবি। তবে পাচারের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি।
মাদারগঞ্জ বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান বলেন, বুধবার(৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কচাকাটা ইউনিয়নের ধনীরামপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা গঙ্গাধর নদী পথে ডিঙ্গি নৌকায় করে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সুখী ট্যাবলেট ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। বিজিবির টহলদল সামনে গেলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি আটক করে ১৯ হাজার ২২১ পাতা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট পাওয়া যায়। একটি পাতাতে ২৮টি করে ট্যাবলেট থাকে। নৌকাটি জব্দ করা হয়েছে।
এর আগে গত ৯ মার্চ জালিয়ারচর সীমান্তে নদীপথে ভারতে পাচারের সময় ৯৯ হাজার ৯শ পাতা সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেও ও ৪শ লিটার ডিজেল আটক করে মাদারগঞ্জ বিওপির সদস্যরা। আটক করা ট্যাবলেট কাস্টমসে জমা করা হয়।
##/