কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবিসহ নেতা-কর্মীদের গ্রেফতারে বিএনপির তীব্র নিন্দা

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২
0

সারা দেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গণ-গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশী হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপি সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মোঃ রাজিব খান, বিএনপি নেতা আবু হানিফ মেম্বার, ছাত্রদল নেতা কৌশিক আহমেদ রানা, ইমরান হোসেন, আরমান আলী, পিরোজপুরে গণ-মিছিলে হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্না, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনি, বিএনপি নেতা মমিনুল ইসলাম নানু, ছাত্রদল নেতা রানা শেখ, রুবেল শেখ, তাঁতীদল নেতা নুরুল ইসলাম শেখ, ছাত্রদল নেতা খালিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জালিস, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম এ্যানী, ঝিনাইদহ জেলায় আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা মাহাবুব খান হানিফ, তৈয়জ উদ্দিন, মোঃ আনিছুর রহমান প্রভাষক, তবিবুর রহমান, অলিউর রহমান, সানোয়ার হোসেন, রবিউল হোসেন, তোতা মিয়া, শাহ আলম, রমজান আলী, মঈন উদ্দিন, মনিরুল ইসলাম, ইদ্রিস আলী, ইব্রাহিম পারভেজ, তুহিন আকতার লাল, শফিক হোসেন, মনির হোসেন, রুস্তম আলী, জয়নাল হোসেন মেম্বার, আজিজুল ইসলাম, মতিয়ার রহমান, গোলাম রসুল, হানিফ মেম্বার, মৎস্যজীবী দল নেতা মোঃ আজাদ হোসেন বুলু, মোঃ রাসেল হোসেন, যুবদল নেতা রোকনুজ্জামান, ফিরোজ কবির, রিপন হোসেন, শফিকুল ইসলাম, তানজিল হোসেন, আলম আকতার, আরিফ হোসেন, শ্রমিকদল নেতা জামাল হোসেন, ছাত্রদল নেতা আশিক হোসেন, ঢাকা মহানগরের মিরপুর মডেল থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক নবীর হোসেন, বাড্ডা থানা শ্রমিকদল সভাপতি নুর মোর্শেদ, শেরে বাংলানগর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলা মৎস্যজীবী দল নেতা মোখলেছুর রহমান, সিরাজ মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা বিএনপি নেতা বজলুর রহমান, পাগলা থানা বিএনপি নেতা রইছ উদ্দিনকে গ্রেফতার করে মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলায় অসংখ্য নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরো বলেন, বর্তমান অবৈধ দখলদার সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি, সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের নির্মূলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ জনগণের ম্যান্ডেড বিহীন এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণগ্রেফতার চালিয়ে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। সরকারের সকল হামলা, মামলা, নির্যাতনকে উপেক্ষা করে এদেশের গণতন্ত্রকামী জনগণ অচিরেই রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে ফ্যাসীবাদী সরকারের পতন ঘটাবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স অবিলম্বে সকল আটককৃত রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং বিনা কারনে বিএনপি’র গণতন্ত্রকামী নেতা-কর্মীদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশী ও হয়রানী বন্ধের আহবান জানান।