কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাজের পক্ষ থেকে ১০নারী উদ্যোক্তা পুরস্কৃত

আপডেট: মার্চ ১২, ২০২৩
0

স্মার্ট বাংলাদেশেরস্বপ্ন পূরণে গ্রামীণনারীদের উপযুক্ত করে তুলছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাজ
১০নারী উদ্যোক্তাকে তাদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়

ঢাকা, ১২ মার্চ ২০২৩: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাজ-এর যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটির শিরোনাম ছিল “দ্য রোল অফ উইমেন বিজনেস সেন্টার মডেল – (ডব্লিউবিসি) ইন ইমপ্রুভিং অ্যাক্সেস টু ডিজিটাল টুলস ফর রুরাল উইমেন।” সেশন চলাকালীন অংশগ্রহণকারীদের সাথে এই উদ্যোগের ফলাফল শেয়ার করা হয়। এর ফলে তারা এই উদ্যোগের প্রভাব এবং গ্রামীণ নারীদের জন্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব বুঝতে পারেন। কর্মশালায় ১০জন সফল নারী উদ্যোক্তাকে উইমেন বিজনেস সেন্টারের মাধ্যমে তাদের অসাধারণ অর্জনের জন্য পুরস্কৃত করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজিত এই কর্মশালায় অতিথি হিসেবে অংশ নেন সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তারা এবং দেশীয় ও আন্তর্জাতিক এনজিও-র প্রতিনিধিরা। বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রণালয়েরউপদেষ্টাএবংকৃষিসম্প্রসারণঅধিদপ্তরেরসাবেকমহাপরিচালক হামিদুর রহমান এবং জামালপুরের মহিলা বিষয়ক উপ-পরিচালক কামরুন নাহার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন।