কোরআনের আয়াত বাতিলের রিট সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রমূলক অপপ্রয়াস–মোঃ খায়রুল হাসান

আপডেট: মার্চ ১৫, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসান বলেছেন, ভারতের আদালতে পবিত্র কোরআনের ২৬ টি আয়াত বাতিলের রিট মূলত: মুসলমানদের মাঝে উস্কানি সৃষ্টি করে সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির একটি ষড়যন্ত্রমূলক অপপ্রয়াস।

দুনিয়ার কোন ব্যক্তি এমন কোন রিট যেমন করতে পারেনা তেমনি কোন আদালত এই জাতীয় রিট গ্রহন করতে পারেনা,পবিত্র কোরআনের আয়াত বাতিলের এমন ধৃষ্টতার বিরুদ্ধে প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে কোন মুসলমান কুন্ঠাবোধ করবেনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা কতৃক আয়োজিত পবিত্র কোরআনের ২৬ টি আয়াত ভারতের আদালতে বাতিলের রিট চেয়ে আবেদনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সোমবার বাদ জোহর বিক্ষোভ মিছিলটি বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা অঞ্চল অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: হোসেন আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: নজরুল ইসলাম, জামায়াত নেতা আবু তাকি, হাফেজ আব্দুল মোত্তালিব, মো: ছাদেকুজ্জামান খান, মো: এখলাছ উদ্দিন, মো: আশরাফ আলী কাজল, মো: মাসুম বিল্লাহ, মো: আশরাফ হোসেন রাজু, ডা: মো: কবির হোসেন,মো: ফজলুল হক নোমান, ছাত্র শিবিরের গাজীপুর মহানগর সভাপতি
মো: জহির উদ্দিন, ছাত্রনেতা আব্দুল আলিম,
মো: নবাব আলী প্রমুখ।
মো: খায়রুল হাসান আরো বলেন মহাগ্রন্থ পবিত্র কোরআনের আয়াত বাতিলের রিটটি করেছেন উত্তর প্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী। এই ধৃষ্টতা প্রদর্শনের জন্য অবিলম্বে তাকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনা করে এই রিট অবশ্যই প্রত্যাহার করতে হবে।সেই সাথে ভারতের আদালত এহেন ধৃষ্টতাপূর্ণ রিটটি যেন খারিজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আয়াত বাতিল করার কোন অধিকার পৃথিবীর কারো নেই।তিনি বাংলাদেশ সরকার, বিশ্ব মুসলিম এবং জাতিসংঘসহ শান্তিকামী দুনিয়ার সকলকে
এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
###
মোঃ রেজাউল বারী বাবুল