কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ৭ টি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ

আপডেট: নভেম্বর ১৫, ২০২১
0

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ০৭ টি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর ২০২১ রাত আনুমানিক ২২২৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা হরিণ ঘাটা খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭ টি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি বলেন, এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও চামড়া বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।PRESS PIC.jpg