ক্লাউডক্যাম্পাস ৩.০ সল্যুশনে ৪টি আপগ্রেড আনলো হুয়াওয়ে

আপডেট: অক্টোবর ১৩, ২০২১
0

[ঢাকা, ১৩ অক্টোবর ২০২১] চলমান হুয়াওয়ে কানেক্ট ২০২১ অনলাইন সম্মেলনে সম্প্রতি হুয়াওয়ে এর ক্লাউডক্যাম্পাস ৩.০ সল্যুশনে চারটি আপগ্রেডের ঘোষণা দিয়েছে। অভিজ্ঞতাভিত্তিক ক্যাম্পাস নেটওয়ার্ক শক্তিশালী করতে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের সুবিধা গ্রহণে সক্ষম করে তুলতে এগুলো আরো বেশি সাহায্য করবে। সম্মেলনটি এ মাসের শেষ পর্যন্ত চলবে।

হুয়াওয়ে তাদের ক্লাউডক্যাম্পাস ৩.০ সল্যুশনে যে চারটি নতুন আপগ্রেড আনা হয়েছে সেগুলো হলো – অল-নিউ ওয়াই-ফাই ৬ এপিএস, ‘সোলার সিস্টেম’ ক্যাম্পাস সুইচ, এন্টারপ্রাইজ-ক্লাস ‘ক্লাউড অন-র‍্যাম্প’ কনভার্জড গেটওয়ে এবং ইনটেলিজেন্ট অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স (ওএন্ডএম) প্র্যাকটিস।

ইন্টারনেট অব থিংস (আইওটি), ওয়্যারলেস, ক্লাউড ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) মতো অত্যাধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি ও উন্নত ক্যাম্পাস নেটওয়ার্ক ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সম্পর্কে হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের ক্যাম্পাস নেটওয়ার্ক ডোমেইনের প্রেসিডেন্ট ড. লি শিং বলেন, “বর্তমান যুগে সবকিছুই ইনটেলিজেন্ট উপায়ে সংযুক্ত হচ্ছে। আর এজন্য এন্টারপ্রাইজগুলোর বিজনেস ইন্টেলিজেন্সে এবং তাদের ডিজিটাল সেবা প্রদানে সবসময় উচ্চ মানসম্পন্ কানেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যখন সবাই ডিজিটালের দিকে এগোচ্ছে, এ সময় প্রতিটি এন্টারপ্রাইজেরই অভিজ্ঞতা কেন্দ্রিক ক্যাম্পাস নেটওয়ার্ক তৈরি করতে হবে, যা মানুষ ও সবকিছুর পাশাপাশি অফিস ও উৎপাদন সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনগুলোকে সংযুক্ত করবে। তাহলেই এন্টারপ্রাইজগুলো শিল্পক্ষেত্রে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে পারবে।”

ডাইনামিক-জুম স্মার্ট অ্যান্টেনা, এআই রোমিং ও ইনটেলিজেন্ট মাল্টিমিডিয়া স্কেজুলিং – এই তিনটি উদ্ভাবনী ওয়্যারলেস ক্যাপাবিলিটিস এন্টারপ্রাইজগুলোকে নিরবচ্ছিন্ন এর অভিজ্ঞতা প্রদানে একটি সম্পূর্ণ ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম করে তুলবে। এ সক্ষমতার মাধ্যমে এন্টারপ্রাইজগুলো একটি অল-গিগাবিট নেটওয়ার্ক তৈরি করতে পারবে যাতে ‘জিরো ওয়েটিং’ ইউজার অ্যাক্সেস, রিমোট ইন্টারঅ্যাকশন ও ফাইল ট্রান্সফার সুবিধা পাওয়া যাবে।