খাগড়াছড়িতে অনুদান বিতরণ : ধর্ম চর্চায় বর্তমান প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন—–কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আপডেট: এপ্রিল ১৮, ২০২৩
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ,মাদ্রাসা,এতিমখানা ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,পরিষদ সদস্য এমএ জব্বার, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ প্রমূখ।

ধর্ম চর্চায় বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় মডেল মসজিদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করে অনুষ্ঠানে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন,সকল সম্প্রদায়ের মেলবন্ধনে আনন্দ ভাগাভাগি করেই সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।

দল-মত,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে ভালোবাসতে হবে বলে তিনি মন্তব্য করেন। এদেশ অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ,দেশপ্রেম ও সাধারণ মানুষকে ক্ষুদা-দারিদ্রমুক্ত দেশের স্বপ্ন দেখেছিলো বলেই আজ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ভাবে অগ্রসর বলে তিনি জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মসজিদ,মাদ্রাসা ও এতিমখানা ও দুস্থদের মাঝে ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
তারিখ: ১৮-০৪-২০২৩