খাগড়াছড়িতে জেলা পরিষদের ছাদ ধসে নিহত ২: চাপা পরে আছে অনেকে

আপডেট: অক্টোবর ৮, ২০২২
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মানাধীন ছাদ বারান্দা ধসে ২জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক জনের নাম মো: সাজ্জাদ হোসেন(১৭)। তাৎক্ষণিক আরেক জনের নাম পাওয়া যায়নি।

এ ঘটনায় ধসে পড়া ছাদের নিচে আরো শ্রমিক রয়েছে বলে জানিয়েছে আহত শ্রমিকরা। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭জন। এ ঘটনায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।

উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার(০৮ অক্টোবর) বিকেলে মর্মাতিক ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ধমে পরা ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সম্মিলিতভাবে উদ্ধারে ধ্বসে পড়া ছাদ সরানোর কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয় নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। এখন আর শ্রমিক আটকে আছে কিনা তা দেখছি। উদ্ধার তৎপরতা কার্যক্রম চলমান আছে বলে তিনি জানান।

২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মান শুরু হয়। ভবনটবর সামনের অংশে ১৬জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি