খুলনা বিভাগে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ

আপডেট: জুলাই ১০, ২০২১
0

খুলনা ব্যুরোঃ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় অসহায়, কর্মহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শনিবার) এক হাজার দুইশত নরসুন্দর, দোকান কর্মচারী ও ইজিবাইক চালকদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও তিনশত টাকা বিতরণ করা হয়েছে। স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর চলতি অর্থ বছরে আজ (শনিবার) পর্যন্ত নয় হাজার দুইশত উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল, ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার ছয়শত উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল এবং পাঁচশত ৫০ উপকারভোগীদের মাঝে পাঁচশত ৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শনিবার) দুইশত ৪০ উপকারভোগী পরিবারের মাঝে ২.৪ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই হাজার একশত ৯৭ উপকারভোগীদের মাঝে ২১.৯৭ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ বিতরণ করা হয়।