গণতন্ত্র ,রাজনীতি ও বিএনপিকে নিমূর্ল করতে আ’লীগ ষড়যন্ত্র করছে–মীর্জা ফখরুল

আপডেট: মার্চ ২৫, ২০২২
0

দেশে রাজনীতিকে নির্মূল করে দেয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত দীর্ঘদিন ধরে চলে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ মার্চ) রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় এই সরকার আটক করে রেখেছে। অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ দিচ্ছে না। দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চরমভাবে রাজনীতিকে নির্মূল করে দেয়া এবং বিএনপিকেও নির্মূল করে দেয়ার এই ষড়যন্ত্র ও চক্রান্ত দীর্ঘদিন ধরে চলে আসছে।

রাষ্ট্রীয়ভাবে সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেখতে পায়নি। দুর্ভাগ্যজনকভাবে গোটা জাতিকে সেই অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রীয়ভাবে সেখানে সম্পৃক্ত করা হয়নি। আমরা দেখেছি যে, একতরফাভাবে অসত্য কিছু তথ্য সামনে নিয়ে কাজ করা হয়েছে। আর যাদের অবদান আছে, তাদেরকে সেভাবে তুলে ধরা হয়নি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ রাজধানীতে বিএনপির শোভাযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল আমাদের র‍্যালি আছে। বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই র‍্যালি শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত যাবে।

বিএনপির এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির কার্যক্রম ২০২০ সালের নভেম্বর মাসে শুরু হয়। এই কর্মসূচি পালনের জন্য দেশ ও দেশের বাইরে ২৬টি কমিটি গঠন করেছে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।