গণস্বাস্থ্য নগর হাসপাতালে ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসার ঘোষনা

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২২
0

গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা ক্যান্সার চিকিৎসা করার সুযোগ রয়েছে।

আজ ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, ২০২২ ইং এক প্রেস বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য
কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, “আধুনিক ক্যান্সার
চিচিকিৎসায় নতুন দিগন্ত নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে
বিশ^বিখ্যাত আসোটোপ বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিখেরাপিতে সাশ্রয়ী খরছে
ক্যান্সার চিকিৎসা করা যাবে এ হাসপাতালে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২
হাজার টাকা। বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নিম্ন লিখিত বিশেষজ্ঞদের
মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা ক্যান্সার চিকিৎসার
সুব্যবস্থা আছে।

সর্বাধুনিক বিকিরন নিরাপদ একমাত্র ইলেকট্রনিক ব্রাকিথেরাপি মেসিন
গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টারে আছে যা বাংলাদেশের অন্যকোন সরকারী ও
বেসরকারী প্রতিষ্ঠানে নেই, ভারতে মাত্র ৩-৪টি ইলেট্রনিক ব্রাকিথেরাপি
মেসিন আছে। ব্রাকিথেরাপি ছাড়া গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টারে ক্যান্সার
কেমোথেরাপি, সার্জিকেল অনকোলজী, উন্নত মানের রোগ নির্ণয় পরীক্ষা ও
বোনমেরো প্রতিস্থাপন ব্যবস্থার সুবিধা রয়েছে”।

প্রধান উপদেষ্টা ঃ প্রবীনতম ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই,
এমবিবিএস, ডিএমআরটি।
উপদেষ্টাঃ অধ্যাপক আবু মো: জাকির হোসেন, এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি
(ইউএসএ), চীপ ব্যুরো এডিবি, ডিরেক্টর, ঝঊঅজঙ বিশ^ স্বাস্থ্যসংস্থা।
বিভাগীয় প্রধান ঃ জাতীয় ক্যান্সার ইনসটিটিউটের সাবেক অধ্যাপক ও ক্যান্সার
বিশেষজ্ঞ ডা: খোরশেদ আলম, এমডি, এমসিপিএস (গাইনী এন্ড অবস), ডিএমআরটি।
সার্জিকেল অনকোলজিষ্ট ঃ অধ্যাপক মো: আকরাম হোসেন, এমবিবিএস, এফসিপিএস,
এফআরসিএস (এডিনবরা)।
* শিশু ক্যান্সার ও বোনম্যারো প্রতিস্থাপন বিশেষজ্ঞ ঃ কর্ণেল (অব) ডা:
শারমিন আরা ফেরদৌসী, এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস, পিজিডি (টাটা মেডিকেল
সেন্টার) ।
* প্রধান মেডিকেল ফিজিসিষ্ট ঃ
অধ্যাপক ফাতেমা নাসরিন, এমএসসি, পিএইচডি।
* রোগ নির্ণয়ক ল্যাবরোটরী প্রধান ঃ বিগ্রেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক মোঃ
নিজাম উদ্দিন, এমবিবিএস, এমসিডিএস, ডিসিপি, এফসিপিএস (মাইক্রো) এমএমইডি।
* অনকোলজী ফিজিসিয়ান ঃ ডাঃ শামীম মাওলা এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি, পিজিডি।
যোগাযোগের ঠিকানা ঃ গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টার, বাড়ী ১৪/ই, রোড-৬,
ধানমন্ডি-ঢাকা। ইমেইল ঃ gonoshasthayacancerhospital @gmail.com, , ফোনঃ
+৮৮০২-২২৩৩৭০০৭১-৫ -৭০০ ও ৭০৪, মোবাইল: ০১৭১১-৮৩৩৯২৫, ০১৭১২২৭৫০৬১।