গণস্বাস্থ্য স্যাটেলাইট স্বাস্থ্য সেবা সুনামগঞ্জ শা্ন্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৬, ২০২২
0

আজ ২৭ জানুয়ারী, বুধবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ে” গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষজ্ঞ ক্যাম্প পূর্ববর্তী
স্যাটেলাইট স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
ঢাকা হতে আগত মেডিসিন, গাইনী,চক্ষু, শিশু ও সার্জারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎকগন প্রায় ৬০০ শত রোগী

দেখেন। চিকিৎসা ফি ৫০ টাকা।

এছাড়া অল্প খরছে আল্টা, ইসিজি সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।
দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদেরকে স্যাটালাইট স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্রিফিং করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
উপস্থিত ছিলেন ‍ও বক্তব্য রাখেন, স্থানীয় জয়কলস উইনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন নোয়াখালী পঞ্চগ্রাম উচ্ছ বিদ্যালয়ের প্রধান
শিক্ষত শ্রী বিশেন্দ্র কুমার দেব, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের
পরিচলক আব্দুল আউয়াল ও তার লন্ডন প্রবাসী ছেলে মাহবুব রহমান ও তার লন্ডন
প্রবাসী ছেলের বউ জায়েদা রহমান, স্থানীয় পাগলা বাজার গণস্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম।

ঢাকা থেকে আগত চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীন গণস্বাস্থ্যের পরিচালক
ডাঃ একে এম হালিমুর রেজা মিলন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের
চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ গৌড় গোপাল সাহা, সহকারী রেজিস্ট্রার
মেডিসিন ডাঃ মিলন খান, সহকারী রেজিস্ট্রার গাইনী নিপা বাড়ই , সহকারী
রেজিস্ট্রার আল্টা ডাঃ বিভা, মেডিকেল অফিসার সার্জারী ডাঃ শহিদুল ইসলাম,
মেডিকেল অফিসার শিশু সাইম ভূইয়া, মেডিকেল অফিসার জেনারেল ফিজিশিয়ান দীপংকর চৌধুরী, জুনিয়র মেডিকেল অফিসার ডা: মিম, ডাঃ সজিব, ডাঃ
প্রিয়াংকা, ডাঃ মনিরা , ডাঃ ‌অরিন ল্যাব টেকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার এবং স্বাস্থ্যকর্মী মাজেদা, মবিনা, ফারহানা, তারিনসহ ২১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা টিম।
বেফ্রিং এ গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গণস্বাস্থ অসহায় ও গরীব মানুষের কম করছে ও বিনা পয়সায় চিকিৎসা স্বাস্থ্য
সেবা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দিয়ে আসছেন।

আগামীতে এ ধরনের সেবা
অব্যাহত থাকবে।মিন্টু আরো বলেন, এ টিমের সাথে আগামীকাল আরো ৮ জন বিশেষজ্ঞসচিকিৎসক যোগদান করবেন। কাল থেকে ২৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসা টিম পাগলাসগণস্বাস্থ কেন্দ্র হাসপাতালে রোগীদের পরামর্শ দিবেন এবং অপারেশন করবেন।
২৫ জানুয়ারী হতে ৩১ জানুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ জেলায় গণস্বাস্থ্য
মেডিকেল কলেজ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকগন বিভিন্ন স্থানে পরামর্শ ও
অপারেশন করবেন।