গরু পাচারের অভিযোগে দেবকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২২
0

গরু পাচারের অভিযোগে ভারতের টালিগঞ্জের নায়ক ও তৃনমূলের এমএলএ দেবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই । আজ ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় হাজিরা দিয়েছেন দেব। এনামুল ও সহযোগীদের সঙ্গে দেবের যোগসূত্র খতিয়ে দেখবেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী দলের কর্মকর্তারা। প্রশ্নোত্তর পর্বের পুরোটাই রেকর্ড হবে।

এর আগে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে ১৫ ফেব্রুয়ারি উপস্থিত থাকতে নোটিসে বলা হয়েছে।

গরু পাচার চক্রের হোতা এনামুল হক নামে এক ব্যক্তির তথ্যে জিজ্ঞাসাবাদ করা হবে টালিউড স্টারকে। এ ছাড়া এই মামলায় আরও কয়েকজন সাক্ষীও দেবের নাম এনেছেন। এসবর ভিত্তিতে সিবিআই বুধবার নোটিস পাঠায়।

গরু পাচারের অভিযোগে ২০২০ সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন এনামুল হক। গত ২৪ জানুয়ারি জামিনে ছাড়া পান তিনি। এ ঘটনায় এক বিএসএফ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার ডাক পেলেন দেব। এ ঘটনায় তৃণমূলের সাংসদ দেবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।