গাজীপুরে আগুনে বসত বাড়ির ২৫ কক্ষ ভস্মীভুত

আপডেট: জানুয়ারি ১১, ২০২২
0
file photo

গাজীপুর সংবাদদাতাঃ
গাজীপুর মহানগরের ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় সোমবার রাতে এক অগ্নিকান্ডে শ্রমিক কলোনীর ২৫টি কক্ষসহ মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়েছেন।
বাড়ির মালিক কাদির মন্ডল জানান, ভাড়াটেদের একজন ঘরে মশার জন্য ধুয়া করতে টুকরা কাপড়ের আগুন জ্বালিয়ে ঘরে তালা আটকে বাইরে যায়। এর কিছুক্ষণ পড়েই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে তিনি ধারণা করছেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে ভোগড়া দক্ষিণ পাড়া এলাকার মোঃ কাদির মন্ডলের শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কলোনীর ২৫টি কক্ষসহ মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

###
মোঃ রেজাউল বারী বাবুল