গাজীপুরে ইন্টারভিউ দিতে গিয়ে দুই নারী শ্রমিক ট্রাকের চাপায় নিহত

আপডেট: জুলাই ১৫, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কারখানার গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়া ট্রাকের চাপায় চাকুরীর ইন্টারভিউ দিতে আসা দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপারসহ ওই পিকআপটি আটক করেছে পুলিশ। শনিবার মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার কাশেম ল্যাম্প কারখানার গেইটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার বড় খাউরিয়া এলাকার আবুল মিয়ার মেয়ে ও রুহুল আমিনের স্ত্রী বিপাশা আক্তার রোজিনা (১৯) এবং সিরাজগঞ্জ জেলা সদর থানার বাহুকা এলাকার আলিফ হোসেনের মেয়ে আশা মনি (১৮)। আটক ট্রাকের হেলপার মোঃ সবুজ (১৪) চাঁদপুরের মতলব থানার পশ্চিম রায়দিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।

জিএমপি’র কোনাবাড়ি থানার এসআই মোঃ কামরুজ্জামান লিটন জানান, শনিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার কাশেম ল্যাম্প কারখানায় চাকুরীর ইন্টারভিউ দিতে গেইটে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রোজিনা ও আশা মনি। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কারখানা সংলগ্ন সড়ক ছেড়ে লাইনে দাঁড়ানো রোজিনা ও আশা মনিকে চাপা দিয়ে কারখানার গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন রোজিনা। গুরুতর আহত আশা মনিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং হেলপারসহ ট্রাকটি আটক করে। ঘটনার সময়ে ড্রাইভিং শেখার জন্য ট্রাকটি চালাচ্ছিল হেলপার সবুজ। হঠাৎ ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।