গাজীপুরে কোচিংসেন্টার, অভিভাবক ও রেস্তোরাকে জরিমানা

আপডেট: জুন ৩, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় তিন কোচিং সেন্টার, তিন অভিভাবক ও এক রেস্তোরাকে এক লাখ ৬৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল কালামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান জানান, এলাবাসীর অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে গাজীপুর জেলা শহরের জোড়পুকুর এলাকায় সমাপনি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। সরকারি সিদ্ধান্ত অমান্য করে ওই সেন্টারে শতাধিক শিক্ষার্থীদের জড়ো করে কোচিং করোনোয় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার উদয়ন কোচিং সেন্টারকে ৩০ হাজার ও একাডেমিক কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কোচিং সেন্টারে থাকা তিন অভিভাবককে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জোড়পুর এলাকায় রাজটিক রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রমাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া তাবসসুম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান।
###
গাজীপুর
তারিখঃ ০২-০৬-২০২১ইং