গাজীপুরে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে প্রচারণামূলক প্রেস কনফারেন্স

আপডেট: অক্টোবর ৮, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর।।
মহিলাদের দ্বিতীয় উর্ধ মরণঘাতি জরায়ুমুখে ক্যান্সারে বাংলাদেশে প্রতিবছর চার হাজার ৯৭১ জন মহিলা মৃত্যুবরণ করেন। মরণব্যাধি এ ক্যান্সার প্রতিরোধে পাইলটিং কর্মসূচি হিসেবে গাজীপুর জেলায় ১ লাখ ৮৮ হাজার ৮৪৫ জন কিশোরীকে এইচপিভি ক্যান্সার প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত কিশোরী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৪২ জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর সংখ্যা ৪ হাজার ৭০২জন। আগামি ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের এবং ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত স্কুল বহির্ভূত কিশোরীদের এ টিকা দেওয়া হবে।

রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সভাকক্ষে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড. মোঃ খায়রুজ্জামান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুবায়ূন কবির। তথ্যাদি উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. লি শান্তা।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৮/১০/২০২৩ইং