গাজীপুরে পুলিশী বাধায় বিএনপির মৌন মিছিল বিক্ষোভ সমাবেশে পরিণত

আপডেট: আগস্ট ৩০, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর।।

গাজীপুরে পুলিশী বাধার মুখে বিএনপির মৌন মিছিল বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আন্র্জাতিক দিবস উপলক্ষে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মৌন মিছিলের কর্মসূচী ছিল গাজীপুর জেলা ও মহানগর বিএনপির।

বিকেল ৩টা থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে রেল গেইট থেকে কেবির মার্কেট পর্যন্ত রাজবাড়ি রোড লোকে লোকারণ্য হয়ে যায়। নেতৃবৃন্দ বক্তৃতা শেষে মাইকে ঘোষণা দিয়ে মৌন মিছিল শুরু করলে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেরিকেট দিয়ে দঁাড়ায়। একপর্যায়ে পুলিশ ব্যানার, ফ্যাস্টুন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে পুলিশী বাধায় মৌন মিছিল করতে না পেরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জিএস সুরুজ আহাম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল আলম, ড. সহিদউজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসন এলিস, ভিপি আ ন ম ইব্রাহীম খলিল, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুস সালাম, বশির আহাম্মেদ বাচ্চু, আবু তাহের মুসল্লি, সরকার জাভেদ আহমেদ সুমন, আক্তারুল আলম মাস্টার, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, প্রভাষক বশির উদ্দিন, খালেকুজ্জামান বাবলু, এজিএস সাজেদুল ইসলাম, মহিলা দল নেত্রী শিরিন চাকলাদার, জান্নাতুল ফেরদৌসী, স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না, কৃষকদল নেতা আতাউর রহমান, মইজ উদ্দিন তালুকদার, ফকির ইস্কান্দার জানু, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।