গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড, আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে

আপডেট: মার্চ ৪, ২০২২
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর পর্যন্ত চেষ্টা করফিলেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় এলাকাস্থ ডিভাইন গ্রুপের ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানার ডায়িং সেকশনে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। ওই সেকশনে কেমিক্যাল থাকায় মুহুর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার কর্মীসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল, সাভার ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর সহ কয়েকটি ষ্টেশনের ৮টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পৌণে টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তারা আগুন পুরোপুরি নেভাতে কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

###