গাজীপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

আপডেট: আগস্ট ৮, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে রবিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মহানগর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠণের উদ্যোগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলীম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কপোর্রেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, আব্দুল হাদী শামীম প্রমূখ। সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরআগে গাজীপুর প্রেসক্লাবে নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ক্লাবের সাবেক সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এড. ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ ও খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, রুহুল আমিন সজিব ও মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ ছাত্রী হলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বালাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুরূপ কর্মসূচির মাধ্য দিবসটি পালিত হয়।