গাজীপুরে বিএনপির বড় ধরণের শোডাউন

আপডেট: অক্টোবর ৯, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর :

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে বড় ধরণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে রথখোলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সেখানে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সঞ্চালনায় মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান, ডা. মাজহারুল আলম, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, মো. সালাহ উদ্দিন সরকার, শাহ রিয়াজুল হান্নান, মীর হালিমুজ্জামান ননী, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চেয়ারম্যান, ভিপি মো. হেলাল উদ্দিন, আফজাল হোসেন কায়সার, ডা. শফিকুল ইসলাম, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, মাহবুবুল আলম শুক্কুর, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, ড. অ্যাডভোকেট শহীদউজ্জামান, সুরুজ আহমেদ, আক্তারুল আলম মাস্টার, মো. সাখাওয়াত হোসেন সবুজ, সরকার জাভেদ আহমেদ সুমন, জয়নাল আবেদীন তালুকদার, আবু তাহের মুসল্লী, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ, বসির আহমেদ বাচ্চু, প্রভাষক বসির উদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম টুটুল, জয়নাল আবেদীন রিজভী, রাশেদুজ্জামান কিরণ, আতাউর রহমান মোল্লা, আতাউর রহমান, ময়জুদ্দিন তালুকদার, আরিফ হোসেন হাওলাদার, গাজী সালাহ উদ্দিন, হুমায়ুন কবীর রাজু, শাহাদাত হোসেন শাহীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মো. জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন নাসির, খান জাহিদুল, জান্নাতুল ফেরদৌসী, সরকার শাহনূর ইসলাম রনি, খাদিজা আক্তার বীণা, দীপা চৌধুরীসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত সিটি নির্বাচনে অংশ নেয়ার দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত নেতারাও বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে এ মিছিলে অংশ নেন।

তাদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মেট্রো সদর থানা বিএনপির সাবেক সভাপতি ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপু খান, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানসহ বহিষ্কৃত নেতারা মিছিল সহকারে এ কর্মসূচিতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে ফজলুল হক মিলন আগামী এক সপ্তাহের মধ্যে সরকার পদত্যগ ও খালেদা জিয়াকে মুক্তি না দিলে যার যা কিছু আছে তা নিয়েই রাজপথে নামার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর আগে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। এসময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে নগরী। একপর্যায়ে এটি গণমিছিলে রূপ নেয়।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৯/১০/২০২৩ইং