গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাউল ব্যবসায়ীর মৃত্যু

আপডেট: আগস্ট ২, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে এক চাউল ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার বাড়ির উঠোনে বিদ্যুতের সার্ভিস তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- কলিমুদ্দিন বেপারী (৫৮)। গাজীপুর মহানগরীর সদর থানাধীন বালুচাকুলি এলাকার মৃত ফজর আলী বেপারীর ছেলে কলিমুদ্দিন জয়দেবপুর মধ্য বাজারে চাউলের ব্যবসা করতেন।

নিহতের বড় ভাই সুলতান উদ্দিন জানান, মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে বিদ্যুতের সার্ভিস তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কলিমুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
০২/০৮/২০২২ ইং।