গাজীপুরে বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত ইসলামের বিজয় তরান্বিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে —– মাওলানা রফিকুল ইসলাম খান

আপডেট: আগস্ট ২৮, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যে কোনো বিপ্লব সফল করতে যুব সমাজের ভুমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ইসলামের বিজয় তরান্বিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যদি আল কুরআনের আলোতে যুব সমাজকে জাগিয়ে তোলা যায় তাহলে ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

গাজীপুর মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মহানগর যুব বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত ভার্চুয়াল যুব সমাবেশে আট শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। এতে প্রধান বক্তা হিসেব বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এসএম সানাউল্লাহ। আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। যুব বিভাগের সেক্রেটারি মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত যুব সমাবেশের বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক জামালউদ্দিন ও সেক্রেটারি মোঃ খায়রুল হাসান। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন দেশবরেণ্য আলেমে দ্বীন মাওলানা ফখরুদ্দিন আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নগর কর্মপরিষদ সদস্য আ স ম ফারুক, মোঃ মুহিউদ্দিন এবং যুবনেতা ফজলুল হক নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রফিকুল ইসলাম খান আরো বলেন, যৌবনকাল সম্পর্কে আল্লাহর দরবারে বিশেষভাবে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই এ সময় নিজেদেরকে ইবাদত বন্দেগির মধ্যে মশগুল রাখতে হবে। পাশাপাশি দ্বীন কায়েমের আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন যুগে যুগে নবী-রাসূলগণ তাদের যৌবনকালেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

প্রধান বক্তা এস এম সানাউল্লাহ বলেন, যৌবনকাল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এটা চলে গেলে আর ফিরে আসে না। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যৌবনকালকে কাজে লাগিয়ে জীবনকে সফল করে তুলতে হবে। তিনি বলেন, মাদকাশক্তিসহ অপসংস্কৃতির করাল থাবায় যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ইসলামী সংস্কৃতির বিকাশ সাধনের মাধ্যমেই তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে হবে। আমন্ত্রিত মেহমান সালাহউদ্দিন আইউবী বলেন, জান্নাতবাসী সবাই যুবক হবেন। যুবক বানানো ছাড়া কাউকে জান্নাতে রাখা হবে না। আজকের সমাবেশকে একটি জান্নাতি সমাবেশ হিসেবেই মনে হচ্ছে। তিনি উপস্থিত যুব সমাজকে জান্নাতে যাওয়ার প্রস্তুতি হিসেবে ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ হোসেন আলী সমাবেশ সফল করতে যারা অক্লান্ত ভুমিকা পালনকর্তার করেছেন তাদেরসহ উপস্থিত সকল যুবক ভাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামের জন্য জোরালো ভুমিকা পালনের আহ্বান জানান।
###
গাজীপুর।
২৮/০৮/২০২১ ইং