গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন পালন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও শীহদ বরকতের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন। অপরদিকে একই সময়ে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে গাজীপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কেন্দ্রীয় শহিদ মিনারে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, জিএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা, ধান গবেষণা, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, গাজীপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেছেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর
তারিখ: ২১-০২-২০২২ইং