গাজীপুর সদরের ৩ ইউপিতে আজ ভোট গ্রহন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির ৪ নেতা চেয়ারম্যান পদে প্রার্থী

আপডেট: মার্চ ১৫, ২০২৩
0

স্টাফ রিপোর্টার,গাজীপুর।। গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ৪ নেতা। তারা হলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভাওয়ালগড় ইউনিায়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. গোলাপ মিয়া, সদর উপজেলান যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েম।

তাদের মধ্যে গত ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন ভাওয়ালগড় ইউনিায়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক। তিনি এবার দলীয় সিদ্ধান্তের বাইরে আসন্ন ইউপি নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন, মির্জাপুর ইউপি নির্বাচনে সদর উপজেলান যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েম পিরুজালী ইউপি নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন এবং ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. গোলাপ মিয়া একই ইউপি নির্বাচনে রজনীগন্ধা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন।

তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর অভিযোগ দেয়া হয়েরেছ।
এব্যাপারে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু মুঠো ফোনে বলেন, আমাদের দলীয়ভাবে এই সরকারের অধীনে কোনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিবক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। গাজীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় লোকজন অংশ নেয়ার বিষয়ে যাচাই বাছাই চলছে।

উল্লেখ্য, আগামী কাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভাওয়ালগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, মির্জাপুরে ৪ জন ও পিরুজালীতে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার,গাজীপুর।
১৫-০৩-২০২৩ ইং