গালাপগঞ্জে রাস্তার মোড়ে মোড়ে ফরমালিনমুক্ত দেশীয় ফলে ভরপুর

আপডেট: জুন ১৫, ২০২১
0

আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) : স্বাদে অতুলনীয় ও পুষ্টিগুণে ভরপুর, দেশি ফলের চাহিদাও প্রচুর। মৌসুমের প্রায় শেষের দিক সরবরাহ মোটামোটি থাকায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা।

স্বাস্থ্যের যত্নে বেশি করে দেশি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিনের চাহিদা পূরণে মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ দেশি ফলের প্রতি সকলের আগ্রহী হওয়া উচিত বলে মত চিকিৎসকদের। স্বাস্থ্যের সুরক্ষায় ফরমালিন ও ক্যামিকেল দেয়া বিদেশি ফল নয়, বরং দেশি ফলই অন্যতম হাতিয়ার হতে পারে বলে জানান চিকিৎসকরা।

উপজেলার পাড়ার দোকানে, রাস্তামোড় থেকে শুরু করে পাইকারী ও খুচরা বাজারগুলোতে দেশি ফলের সমাহারই বলে দিচ্ছে প্রকৃতিতে এসেছে মধু মাস জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠের এ সময়ে গ্রীষ্মকালীন বিভিন্ন ফলে ভরপুর গোটা দেশ। গোলাপগঞ্জে ব্যতিক্রম ঘটেনি। মৌসুমি ফলে ছেয়ে গেছে এ উপজেলার ফলবাজারসহ উপজেলার প্রতিটি রাস্তা মোড়ে ও হাট-বাজারগুলিতে। তবে এসব ফলের দামও বেশ চড়া। এ নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।