গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের ৫০ জন শিক্ষার্থীকে বাইসাইেকেল ও ২১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

আপডেট: এপ্রিল ২৬, ২০২৩
0

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র -নৃগোষ্ঠীর সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।২৫এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আদমপুর মিশনে এক অনুষ্ঠানে ৫০টি বাইসাইকেল ও ২১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষবৃত্তি বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূ’মি) এস এম আব্দুল্যা বিন শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, খ্রীর্স্টান আন্তঃমন্ডলী ঐক্যপরিষদের সভাপতি লাজারুস টুডু,গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত,সাধারন সম্পাদক রাসেল কবির,রেনুভা মুরমু,এলিও হেমব্রমসহ অন্যরা।

প্রথমে নেচে গেয়ে প্রধান অতিথিকে বরন করেন ও শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য গান পরিবেশন করে শেষ হয় অনুষ্ঠান।