গোবিন্দগঞ্জে জমিসহ মুজিববর্ষের ঘরের দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

আপডেট: জুন ১৯, ২০২৩
0

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুজিবর্ষের জমিসহ ঘরের দাবীতে গৃহহীন ও ভূমিহীনদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ জুন (সোমবার) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ রোডে ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লূৎফর রহমান, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পাটির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, রিপোর্টাস ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, ভূমিহীন আবু তালেব, সোলেমান, সুমি বেগম, মেনেকা বেগম। এ ছাড়া সংহতি জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আল মোবারক মামুন। মানববন্ধনটি পরিচালনা করেন আশরাফুল ইসলাম সভাপতি গাইবান্ধা জেলা যুবমৈত্রী।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিশ্রুতি গৃহহীন, ভূমিহীনদের মুজিববর্ষের জমিসহ ঘর বরাদ্দের জন্য গত ১৯ মার্চ গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর ১৬০০ ভূমিহীনের আবেদন অবিলম্বে কার্যকর করার জন্য ইউওনো আরিফ হোসেনের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্যঃ গোবিন্দগঞ্জ উপজেলাকে প্রশাসনিক ভাবে ভূমিহীন মুক্ত ঘোষনার প্রতিবাদে গত ৬ মার্চ ভূমিহীনেরা জমিসহ ঘরের দাবীতে সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়। এর প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ভূমিহীনদের তালিকা চেয়ে বসলে, গত ১৯ মার্চ উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা ১৬০০ ভূমিহীনের তালিকা তার কাছে জমা দেন। জেলা প্রশাসক দ্রুত ওই তালিকা যাচাই-বাছাই করার জন্য ঈদুল ফিতরের পূর্বে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নিকট পাঠান।