গোলাপগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্টিত

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির কারণে অত্র প্রতিষ্ঠানে শিক্ষার অগ্রগতি ব্যাহত হচ্ছে এ নিয়ে এলাকারবাসীর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২ টায় দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি হলরুমে ঢাকাদক্ষিন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিমের সভাপতিত্বে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন ইউপির প্যানেল চেয়ারম্যান, প্রতিষ্ঠানের সহসভাপতি সেলিম আহমদ।

বিশিষ্ট মুরব্বি ডা. আজমল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সদস্য শফিক উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক আজিজ খান, অভিভাবক কবির আহমদ, সমাজসেবক মুন্না আহমদ খানসহ আরোও অনেক অভিভাবক সদস্য।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক সৈয়দা জেসমিন সুলতানা দীর্ঘ কয়েক বছর থেকে আমেরিকায় বসবাস করলেও বর্তমানে অনিয়মতান্ত্রিক ভাবে অত্র বিদ্যালয়ে চাকুরীতে বহাল রয়েছেন। এ ব্যাপারে কতৃপক্ষ উদাসীন। এ বিষয়ে বর্তমান কমিটি আবেদন করায় প্রধান শিক্ষক সৈয়দা জেসমিন সুলতানার ভাই বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হয়রানির হুমকি প্রদানের নিন্দা জানান বক্তারা।

তারা আরোও বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু দেশের প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুই প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নতির জন্য ব্যবস্থা নিয়েছিলেন। ওই সময় থেকেই প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। উন্নতি লাভ করেেছ। এ ধারা বেগবান করতে অবিলম্বে প্রধান শিক্ষক সৈয়দা জেসমিন সুলতানার স্থলাভিষিক্ত নতুন একজন প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে সরকারের উধ্বর্তন কতৃপক্ষ ‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে বলিষ্ট ভূমিকা রাখুন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে উদ্দেশে বক্তারা বলেন, এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে সাবেক শিক্ষার্থী , সমাজসেবক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার শিক্ষাণুরাগীদের নিয়ে একটি সাধারণ সভা ডাকার পরামর্শ দেন তারা।