গোলাপগঞ্জে সেন্ট্রাল অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমানের একক আর্থিক সহযোগীতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় ২০ শয্যার সেবা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম নাহিদ এমপি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুল ইসলাম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সেন্ট্রাল অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সেন্ট্রাল অক্সিজেন সেবা কার্যক্রম বাস্থবায়নের পৃষ্ঠ পোষক সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন।

গোলাপগঞ্জের মানুষকে অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে সেন্ট্রাল অক্সিজেন সেবা ইউনিট চালু করনে আর্থিকভাবে সহযোগীতা করায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান-কে বক্তারা অভিনন্দন জানিয়ে বলেন করোনা মহামারীর এ দুঃসময়ে আক্রান্ত মানুষজনের পাশে আমাদের সামর্থের আলোকে দাঁড়ানো উচিত।