গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা

আপডেট: জুলাই ৭, ২০২১
0

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনার বিদ্যমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে উপজেলার বিভিন্ন সড়কে ও বাজারে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। সড়কে গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধের পাশাপাশি যারা মানছেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

গতকাল বুধবার দিন ব্যাপী উপজেলার গোলাপগঞ্জ বাজার ও হেতিমগঞ্জ এলাকায় স্বাস্থ্য বিধি না মানায় ৪০ টি মামলায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর । অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম কবীর বলেন, সরকারের নির্দেশনাগুলো বলবৎ করার লক্ষ্যে যারা মাস্ক পরিধান করছেন না এবং যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, মূলত জরিমানা করাই প্রশাসনের উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।