গোলাপগঞ্জে ১৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা

আপডেট: আগস্ট ৮, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গোলাপগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। তাই উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে। সেই সাথে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবীরের নেতৃত্বে বিভিন্ন অপরাধে উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।অভিযানে সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও গোলাপগঞ্জ মডেল থানা একদল পুলিশ।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা খুবই তৎপর আছি এবং কঠোরভাবে লকডাউন কে সফল করার জন্য প্রয়োাজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পক্ষ থেকে টহল এবং মনিটরিং টিম যথাযথ ভাবেই মাঠে কাজ করে যাচ্ছে।সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।