গ্রেফতারের পর মুক্তি : ৩৪ মামলায় দীর্ঘ কারাবাসে যেতে হতে পারে ট্রাম্পকে

আপডেট: এপ্রিল ৫, ২০২৩
0

সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার মামলার শুনানিতে আনা ৩৪টি অভিযোগে সবকটিতেই নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি সেইসাথে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগকে ‘অপরাধী’ হিসেবে অভিহিত করে বলেন, তার উচিত পদত্যাগ করা, নয়তো তার বিচার করা হবে।

ট্রাম্প অভিযোগ করেন, ‘অর্থ প্রদান মামলার বিচারক জুয়ান মারচানও তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব করছেন। আমি একজন ট্রাম্প-বিদ্বেষী বিচারক পেয়েছি, যার রয়েছে ট্রাম্পবিদ্বেষী স্ত্রী ও পরিবার।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি একমাত্র যে অপরাধ করেছি তা হলো নির্ভীকভাবে ওইসব লোকের হাত থেকে দেশকে রক্ষা করা, যারা একে ধ্বংস করতে চেয়েছিল।’

তিনি বলেন, ‘শুরু থেকেই ডেমোক্র্যাটরা আমার প্রচারণার ওপর নজরদারি করছিল।’ তিনি আবারো বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হারার সময় ব্যাপক জালিয়াতি করে তার জয় ছিনিয়ে নেয়া হয়েছিল।
৩৪ মামলায় দীর্ঘ কারাবাসে যেতে হতে পারে ট্রাম্পকে:

নিউ ইয়র্কের এক আদালতে গতকাল আত্মসমর্পণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য গ্রেফতারের পর তিনি মুক্তিও পেয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক দণ্ডবিধির ১৭৫ ধারা অনুযায়ী ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। জালিয়াতির অভিযোগে ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হন, তবে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ চার বছর করে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি। বিচারক এই সাজা পরপর দিতে পারেন, যার অর্থ ট্রাম্পকে দীর্ঘ কারাবাসে যেতে হতে পারে। তবে এই অভিযোগগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক কারাদণ্ডের বিধান নেই। এই আবহে দোষী সাব্যস্ত হলেও, ট্রাম্পকে জেলে যেতে নাও হতে পারে। তবে ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার লড়াই করার স্বপ্ন ভাঙতে পারে।

মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়৷ আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করে আদালত৷ পরবর্তী শুনানিতে ডোনাল্ড ট্রাম্পকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়৷

তার আগে নিউ ইয়র্কে ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানো হয়৷ তবে তাকে এর পর মুক্তিও দেয়া হয়।

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আদালতে প্রবেশ করেন ট্রাম্প৷ আদালতে প্রায় এক ঘণ্টার মতো উপস্থিত ছিলেন তিনি৷ আর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি৷

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেয়ার মামলায় আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্ক শহরে পৌঁছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট৷

ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্প৷ যৌন সম্পর্কের বিষটি গোপন রাখতেই এই তারকাকে ঘুস দিয়েছিলেন বলে অভিযোগ আসে৷ যদিও সেই পর্ন তারকার সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প৷ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন৷

এদিকে ট্রাম্পের মামলার শুনানি উপলক্ষে নিউইয়র্ক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ ট্রাম্প টাওয়ারের এবং আদালতের চারপাশে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ৷ আদালতের আশেপাশের কযেকটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে৷
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সোমবার সতর্ক করে দিয়ে বলেন, যে ব্যক্তিই প্রতিবাদের সময় সহিংসতা করবে তাকেই আটক করা হবে৷

ট্রাম্পের মামলার শুনানিতে আদালতে যা হয়েছে :

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ম্যানহাটনে আদালত কক্ষে একজন অভিযুক্ত হিসেবে প্রবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার চারপাশে ঘিরে ছিল সিক্রেট সার্ভিসের সদস্যরা। সেই সময় তার পরনে ছিল চিরপরিচিত নীল স্যুট আর লাল টাই।
আদালত কক্ষের সামনের দিকে তার জন্য নির্ধারিত জায়গার দিকে যখন হেঁটে যাচ্ছিলেন, যেখানে তার আইনজীবীরা অপেক্ষা করছিলেন, তখন তার চেহারা ছিল বিষন্ন আর পদক্ষেপ ছিল ভারী।

সূত্র : আল জাজিরা, ডয়চে ভেলে