ঘাটে বাড়ি ফেরার অপেক্ষায় হাজার হাজার মানুষ : ৫ ঘন্টা পর ৩০০ যাত্রী নিয়ে ভিড়ল ফেরি

আপডেট: মে ৮, ২০২১
0

তিন শতাধিক যাত্রী নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ভিড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা মাধবীলতা নামের ফেরি।

লকডাউনের কারণে শনিবার ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
যার ফলে শনিবার ভোর থেকে কোনো ফেরি চলাচল করেনি এই নৌরুটে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চলাচল অব্যাহত রেখেছিল ঘাট কর্তৃপক্ষ।

ঘাটে সরেজমিন দেখা যায়, দীর্ঘ ৫ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে মাধবীলতা দৌলতদিয়ার ৪নং পল্টনে এসে পৌঁছায়। আর সেখানে দেখা যায় ফেরিতে তিল পরিমাণ কোনো জায়গা ফাঁকা নেই। ফেরিতে মাত্র ৫-৬টি অ্যাম্বুলেন্স ও কিছু মোটরসাইকেল এসেছে। যাত্রীদের চাপে গাড়ি উঠতে পরছে না।

দৌলতদিয়া ঘাটে পার হয়ে আশা একজন যাত্রী বলেন, সকাল ৭টায় পাটুরিয়া ঘাটে এসেছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। পরে প্রায় ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে একটি ফেরি ছাড়লে সেটাতে ওঠে পড়ি।