চরভূরঙ্গামারী ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক হত দরিদ্র ও ক্ষুদ্র ব‍্যাবসায়ীদের খাদ‍্য সহায়তা প্রদান

আপডেট: জুলাই ১৬, ২০২১
0

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক অসহায় দরিদ্র পরিবার ও খুদ্র ব‍্যাবসায়ীদের খাদ‍্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার (১৫ জুলাই) দিন ব‍্যাপী চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ থেকে মোট ৫৪৪ জন শ্রমিক, দরিদ্র ও খুদ্র ব‍্যাবসায়ীদের হাতে খাদ‍্য সহায়তার.প‍্যাকেট তুলে দেন উপজেলা প্রশাসনের পক্ষে ট‍্যাগ অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: জামাল হোসেন ও ইউপি চেয়ারম‍্যান এটিএম ফজলুল হক। এ সময় উপস্হিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য আজিজুল হক ৬ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য আসাদুল হক ৭নং ওয়ার্ডের ইউপি সদস‍্য রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য প্রতি প‍্যাকেটে ছিল চাল,ডাল আটা সয়াবিন তেল ও লবন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক বলেন সংশ্লিষ্ট ট‍্যাগ অফিসারের উপস্হিতিতে ৫৪৪ টি পরিবারের মাঝে প‍্যাকেট সুষ্টুভাবে বিতরন করা হয়েছে।
####/
আমিনুর রহমান বাবু