চারঘাট আবারো ৮জনের করোনা পজেটিভ

আপডেট: এপ্রিল ১২, ২০২১
0

আবু সুফিয়ান, চারঘাট;

রাজশাহীর চারঘাট উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২২৮ জনে।

সোমবার রাত ৮টার দিকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শংকর কুমার বলেন, গত ৭ এপ্রিল পরীক্ষার জন্য ১০ জনের নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। এর মধ্যে ৮ জনের দেহে করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়।

আক্রান্তদের মধ্যে থানাপাড়া সোয়ালোজের পরিচালক রায়হান আলী, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ফেরদৌস মোরশেদসহ ইউসুফপুরের একজন, শলুয়ার একজন, ভায়ালক্ষীপুরের একজন ও সরদহ পুলিশ একাডেমীর তিনজন রয়েছে। এদের ৭ জন পুরুষ এবং একজন মহিলা। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণের হার আনেক বেশি। সবাই স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সবাইকে মাস্ক ব্যবহার ও সামজিক দূরুত্ব নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।