চুয়েটে “Psychomotor and Affective Domains of Learning” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৪
0

চুয়েটে “Psychomotor and Affective Domains of Learning” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Psychomotor and Affective Domains of Learning: Assessment Strategy and Tools” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ১লা ফেব্রুুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. বেলা ২:৩০ ঘটিকায় একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার জনাব মো. ইমরান হোসেন।

উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল্স অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি (PSAC)-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়া।