ছাতকে পোল্ট্রি মাল বোঝাই ট্রাক উল্টে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি

আপডেট: আগস্ট ২৩, ২০২১
0

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পোল্ট্রি মালামাল বোঝাই একটি ট্রাক রাস্তার উপর উল্টে পড়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গতকাল সোমবার দুপুরে শহরের ব্যবস্ততম এরাকা হাইস্কুল মার্কেটের সামনে এ দূর্ঘঘটনা ঘটে। তবে অল্পের জন্য হতাহতের ঘটনা ঘটেনি। ছাতক হাইস্কুল মার্কেটের হুমাউন এন্টারপ্রাইজ ও পোল্ট্রি প্রোডাক্সের মালামাল নিয়ে সিলেট থেকে মা এন্টারপ্রাইজের একটি ট্রাক( নং-সিলেট ড-১১-০৩৩৪) হাইস্কুল মার্কেটের ওই দোকানের সামনে সাইড করে প্লেসিং করার সময় উল্টে যায়। স্থানীয়রা জানান, পৌরসভার মাষ্টার ড্রেনের কাজ চলমান থাকায় হাইস্কুল মার্কেটের সামনে প্রধান সড়কের কিছু অংশে বৃষ্টির পানি জমে রাস্তায় বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে চাকা পড়ে ট্রাকটি উল্টে রাস্তায় পড়ে যায়। আবার ওভারলোডের কারনে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়েছে বলেও অনেকেই মনে করছেন।##