ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ লাভ

আপডেট: নভেম্বর ৭, ২০২১
0

ছাতক সংবাদদাতা : আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা ঢাকায় * বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী এবং সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু মহোদয়ের উপস্থতিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম কে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য শেরে- বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২১ প্রদান সহ সম্মাননা পত্র প্রদান করেন।

উল্লেখ্য যে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম চাকুরী কালে একাধিক চাঞ্চল্যকর ক্লু-লেছ হত্যা মামলার রহস্য উদঘাটন, ক্লু-লেছ খুন সহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন সহ জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এসআই হাবিবুর রহমান পিপিএম কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা *রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম) সাহসীকতা * পদক প্রদান করেন।,
তাছাড়া এসআই হাবিবুর রহমান পিপিএম সিলেট রেঞ্জের শ্রেষ্ট্র অফিসার এবং সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন, সম্প্রতি তিনি * ইউনাইটেড নেসনস ডে পিস এ্যাওয়ার্ড-২০২১* লাভ করেন।

এসআই হাবিবুর রহমান পিপিএম কে শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের জুরি বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রাপ্ত শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ সহ সকল পুরস্কার তাহার সহকর্মী সকল অফিসার ফোর্সকে উৎসর্গ করেন।