ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওএসডি

আপডেট: আগস্ট ২৭, ২০২১
0

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

ছাতক সিমেন্ট কারখানার ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও কারখানার উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস প্রকল্পের পরিচালক (পিডি) এ,এফ, এম আব্দুল বারীকে দ্বায়িত্ব থেকে সরিয়ে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।

তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিসিআই) এর প্রধান কার্যালয়ে (পরিকল্পনা ও বাস্তবায়ন) এর দপ্তরে সংযুক্ত করছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫-আগস্ট) চিফ অব পার্সোনাল মোহাম্মদ জাকির হোসেন সাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

একই আদেশে ছাতক সিমেন্ট কারখানার সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সমীর বিশ্বাসকে অতিরিক্ত দ্বায়িত্ব হিসাবে ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রকল্পের পিডির দ্বায়িত্ব দেয়া হয়েছে।

এর আগেরদিন বুধবার (২৪- আগস্ট) ডেপুটি চিফ অব পার্সোনাল মোঃ মাসুদ পারভেজ সাক্ষরিত এক চিঠিতে ছাতক সিমেন্ট কারখানার এমডির দ্বায়িত্ব থেকে সরানো হয়েছিলো এ,এফ, এম আব্দুল বারীকে তবে নতুন প্রকল্পের পিডির দ্বায়িত্ব ছিলো তার উপর। এর একদিন পরেই তাকে এ দ্বায়িত্ব থেকেও সরানো হয়।

ওই আদেশেই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) এর নির্বাহী পরিচালক সমীর বিশ্বাসকে ছাতক সিমেন্ট কারখানার এমডির দ্বায়িত্ব দেয়া হয়েছিলো।##