জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হক নববর্ষে আন্তর্জাতিক OBE পুরস্কারে ভূষিত : ডা. জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন

আপডেট: জানুয়ারি ৩, ২০২২
0

জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হক নববর্ষে আন্তর্জাতিক OBE পুরস্কারে ভূষিত হওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন বার্তা দিয়েছেন।
আজ সোমবার (০৩ রা জানুয়ারী’২২ ইং) গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি
মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চেীধুরী এক অভিনন্দন বার্তায় বলেন
“বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বাংলাদেশী জলবায়ু বিজ্ঞানী আন্তর্জাতিক OBE
পুরস্কারে ভূষিত হওয়ায় জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হককে
প্রানঢালা অভিনন্দন জানান”। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের
একজন অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড
ডেভেলপমেন্ট (ICCCAD) এর পরিচালক এবং IIED এর সহযোগী, ইউএনএফসিসিতে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্রুপের একজন উপদেষ্টা, তিনি শত শত বৈজ্ঞানিক ও
জনপ্রিয় নিবন্ধ প্রকাশ করেছেন।
অভিনন্দন বার্তায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশ, যুক্তরাজ্য
এবং বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞ তৈরীতে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ
আন্তর্জাতিক OBE সম্মানে ভূষিত করা হয়। তিনি বিশ্বব্যাপী ২০ দেশের
প্রভাবশালী জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে একজন হিসাবে স্বীকৃতি লাভ ও
পুরস্কারে ভূষিত হওয়ায় সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। ২০২১
এর প্রথমদিকে তিনি যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টাসের্র ‘হট লিস্টে’
এ বাংলাদেশী জলবায়ু বিজ্ঞানী হিসাবে স্থান পান”।
ডা. জাফরুল্লাহ্ চৌধুরী আরো বলেন, “জাতিসংঘের আয়োজনে এখন পর্যন্ত যে ২৪
টি ‘জলবায়ু সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে তার প্রতিটিতে অংশ নিয়ে তিনি
বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হকের কর্মে বিশ্বে বাংলাদেশর সম্মান
উচ্চতার শিখরে নিয়ে যান।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের উজ্জল জীবন্ত নক্ষত্র জলবায়ু বিজ্ঞানী
অধ্যাপক ড. সালিমুল হকের দীর্ঘায়ু কামনা করেন”।