জামায়াত আমির ছেলের তথ্য গোপন করেছিলেন: সিটিটিসি প্রধান

আপডেট: ডিসেম্বর ২২, ২০২২
0

ছেলে ডা. রাফাত চৌধুরীর জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার কথা জেনেও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান চুপ ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে আনা হয়েছে। বলেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, ‘জামায়াত আমির আমাদের বা আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোন সংস্থাকে তার ছেলের বিষয়টি জানাননি। এক্ষেত্রে তার সাপোর্ট অবশ্যই রাফাত পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত যদি জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইত, আর পরিবার যদি আবেদন করত তাহলে ব্যবস্থা নেওয়া যেতো। কিন্তু তার বাবা জামায়াত আমির ডা. শফিকুর রহমানই তো জানতেন যে তার সন্তান জঙ্গিবাদে জড়িয়ে গেছে। এই তথ্য গোপন কিন্তু সন্ত্রাসবাদের সংজ্ঞা অনুযায়ী অপরাধ।’