জামিয়া মুহয়িসসুন্নাহ মানিককোনা হাওরতলা মাদ্রাসায় কম্পিউটার ল্যাব উদ্বোধন

আপডেট: জুন ১২, ২০২৩
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এর সীমান্তবর্তী মানিককোনা হাওরতলা এলাকায় অবস্থিত কুশিয়ারা অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মুহয়িসসুন্নাহ মানিককোনা হাওরতলা মাদ্রাসায় আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুর ১২ টায় বহুল প্রতীক্ষিত এ আধুনিক কম্পিউটার ল্যাব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামেয়ার মজলিসে শুরার সভাপতি আলহাজ্ব সফিকুল বারী ও ল্যাব দাতা পরিবারের সদস্য এম,এ,রহমান তিতন।

মজলিসে শুরার সভাপতি আলহাজ্ব সফিকুল বারী সভাপতিত্বে মাদ্রাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমানের সঞ্চালনায় আরোও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেলা ও শুরা সদস্য খলিল আহমদ, নজমুল ইসলাম, ইসলাম উদ্দিন, আব্দুল কাদির, জিতু মিয়া, নিজাম মুস্তফা, জিল্লুর রহমান, আবুল মিয়া, হিলাল মিয়া, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জাবেদুর রহমান রিপন, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা তালিব উদ্দীন সাহেব, মাওলানা ইয়াহিয়া, শিক্ষাসচিব মাওলানা দেলোার হোসেন, মাওলানা ফজলুর রহমান,মুফতি শফি আলম, মুফতি জুনায়েদ আল হাবিব, মাওলানা আবুল কালাম, মুফতি আবুল কালাম মুনির, মাওলানা আহসান উদ্দিন হাসান, মাওলানা জাকির হোসেন, মাওলানা হাম্মাদ হামিদি, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা জাহেদ হাসান প্রমুখ।s