জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম কারেন্টের মৃত্যুতে জাসদের শোক

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২১
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রতিষ্ঠাকালীন নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম কারেণ্ট আজ ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার ভোর ৫ টায় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রাধানগর গ্রামে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেছেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছল ৮৭ বছর। তিনি ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর রাধানগর গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার এক শোক বার্তায় জাসদ প্রতিষ্ঠাকালীন নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম কারেণ্ট এর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় বলেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম কারেন্ট এর মৃত্যুতে আমার একজন নিবেদিত প্রাণ জনমানুষের নেতাকে হারালাম।