জাসদ নেতা, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের শোক সভা

আপডেট: জুন ২, ২০২২
0

আগামীকাল ৩ জুন শুক্রবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ২য় তলায় সেমিনার কক্ষে সদ্যপ্রয়াত সাবেক সংসদ সদস্য, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ-এর শোক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। বক্তব্য রাখবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলমসহ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এটর্নি জেনারেল এড. আবু মোহাম্মদ আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য এড. সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ সুপ্রিকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক এড. আবদুন নুর দুলাল, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এড. আবু আমজাদ, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলমসহ আইনজীবী নেতৃবৃন্দ।

জাসদ জাতীয় কমিটির সভা ৩-৪ জুন

আগামী ৩ ও ৪ জুন ২০২২ শুক্রবার-শনিবার জাসদ জাতীয় কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩ জুন শুক্রবার বেলা ১২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ২য় তলায় সেমিনার কক্ষে এবং ৪ জুন শনিবার সকাল ১০টায় জাসদ কার্যালয়ে কর্ণেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাতীয় কমিটির সকল সদস্যদের যথাসময়ে জাতীয় কমিটির সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
ধন্যবাদ।